মালদা

মালদার হবিবপুরের বুলবুলচন্ডী ও কানতুর্কা এলাকায় তৃণমূল কংগ্রেস-কংগ্রেস সংঘর্ষ

রাজনৈতিক সংঘর্ষে আবার উত্তপ্ত মালদা জেলা। মালদার হবিবপুরে দুটি পৃথক জায়গায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সংঘর্ষ। বুলবুলচন্ডী এলাকায় এক তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ঠিক তার পাশের কানতুর্কা এলাকায় কংগ্রেস কর্মীদের প্রচারে বাধা দান অস্ত্র হাতে হুমকি দেওয়া ও মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

প্রথম ঘটনাটি ঘটেছে মালদার বুলবুল চন্ডী এলাকায়। বুধবার রাত্রিবেলা ওই এলাকায় তৃণমূলের একটি কর্মী সভা চলছিল। অভিযোগ, কর্মীসভা শেষ হওয়ার পরই এলাকার কংগ্রেস নেতা পীযুষ মণ্ডলের নেতৃত্বে একদল কংগ্রেস সমর্থক এলাকার তৃণমূল কর্মী রতন সিং এর উপর চড়াও হয় তাকে বেধড়ক মারধর করা হয় লাঠি, রড দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এতে তার কাঁধে এবং ডান চোখে গুরুতর আঘাত লাগে। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

    অন্যদিকে হবিবপুররের কানতুর্কা এলাকায় কংগ্রেস কর্মীরা ভোট প্রচার করতে গেলে বুধবার রাত্রিবেলা তৃণমূল নেতা হলেন বর্মনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। তাদের প্রচারে বাধা দেওয়া হয়। অস্ত্র হাতে তৃণমূল সমর্থকরা তাদের গলাধাক্কা দিয়ে মারধর করে গ্রাম থেকে বের করে দেয়।  

     দুটি পৃথক ঘটনাতেই উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। দুটি ঘটনার তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ।  এবিষয়ে আক্রান্ত তৃণমূল কর্মী রতন সিং জানান, তৃণমূলের কর্মীসভায় গিয়েছিলেন। সেখানে কংগ্রেস সমর্থকরা তার উপর চড়াও হয়ে মারধর করে। 

    এবিষয়ে তৃণমূল প্রার্থী সৌগত সরকার জানান, এদিন তৃণমূলের কর্মীসভার মিটিং চলাকালীন লাঠি, হাঁসুয়া, লোহার রড নিয়ে চড়াও হয় কংগ্রেসের দুষ্কৃতিরা। তারপর তাদের মারধর করে। এই অন্যায়ের প্রতিবাদের প্রশাসনিক ব্যবস্থার কথা বলেন তিনি। 

    অন্যদিকে কংগ্রেস কর্মী মানিক সাহা জানান, তারা ভোটের প্রচার করার তৃণমূল কর্মী খগেন বর্মন নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে তাদের উপর হামলা করে। এবিষয়ে কংগ্রেস জেলা পরিষদ প্রার্থী হেমন্ত শর্মা জানান, তারা এই অন্যায়ের অভিযোগ করেছেন প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো প্রকার সুরাহা পায়নি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/isuASnpnusA